“বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়ের মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শন”
অদ্য ১৬ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ শনিবার মহান বিজয় দিবস উপলক্ষ্যে বরিশাল নগরীস্থ বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর শারীরিক কসরত পরিদর্শন করেন বরিশাল রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম মহোদয়। বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করেন বরিশাল জেলা পুলিশ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, নগরীর বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইড এবং শিশু কিশোর সংগঠন সমূহ।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব জাহিদ ফারুক শামীম এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়; জনাব আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত), মাননীয় মেয়র, বরিশাল সিটি কর্পোরেশন; জনাব মোঃ শওকত আলী, বিভাগীয় কমিশনার, বরিশাল; জনাব জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম, পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ; জনাব শহিদুল ইসলাম, জেলা প্রশাসক, বরিশাল;