শান্তি প্রিয় যুবসমাজ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে , অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন।
বরিশাল নগরী লঞ্চঘাট টার্মিনালে অবস্থানরত , অসহায় হতদরিদ্র মানুষদের মাঝে শান্তি প্রিয় যুবসমাজ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে , শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।
শান্তি প্রিয় যুবসমাজ
একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন , তারা সর্বদাই অসহায় মানুষদের কল্যাণে কাজ করে থাকেন , তার-ই ধারা অব্যাহত রাখতে, অসহায় অনাথ শিশু বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য, এই আয়োজন করেছে ।
এবং তারা আহ্বান জানিয়েছেন, সমাজের বিদ্যবানরা যেনো অসহায়াদের কল্যাণ এগিয়ে আসেন ।
শান্তি প্রিয় যুবসমাজ
কেন্দ্রীয় কার্যালয় –
ভাটিখানা পুরাতন বাকলা পান্হ সড়ক বরিশাল।