বরিশাল- ঢাকা মহাসড়কের পরিবহন চাপায় নিহত সাইকেল আরহী।
উজিরপুর থানাধীন বরিশাল- ঢাকা মহাসড়কে ইচলাদি ব্রীজের ঢাল নামক স্থানে মামুন পরিবহনের চাপায় সাইকেল চালক ঘটনাস্থলে নিহত। ঘটনাটি ঘটেছে আনুমানিক সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাই লোকজন উজিরপুর ফায়ার সার্ভিসের কাছে লাশটা হস্তান্তর করে দিয়েছি। সর্বশেষ এই পর্যন্তই সংবাদ পাওয়া গিয়েছে জানা গিয়েছে।