বরিশাল নগরী ভাটিখানা পান্হ সড়ক, এলাকায় দিনদুপুরে বাসাবাড়িতে প্রতিনিয়ত ঘটছে চুরি ।
আজ ১৭-০২-২৪ ইং রোজ: শনিবার দুপুর ৩ ঘটিকায় বরিশাল নগরী ভাটিখানা পান্হ সড়ক নিবাসী,
মোঃ মিজানুর রহমানের বাসার সামনে থেকে তার বাইসাইকেল টি রিকশায় উঠিয়ে চুরি করে নিয়ে যাচ্ছিল এক চোর ,পথিমধ্যে পথচারী এক ব্যক্তি সাইকেলটি দেখে চিনতে পারেন , যে এটি মিজানুর রহমানের সাইকেল তখন তাকে রাস্তায় থাকা জনগণমিলে ধাওয়া করে ধরে ফেলেন চোরকে ।
তৎক্ষণ ঘটনাটি কাউনিয়া থানা পুলিশকে অবগত করলে , ঘটনাস্থলে পুলিশ এসে চোরকে আটক করে,থানায় নিয়ে যান ,
চোরের সাথে বিভিন্ন নেশা দ্রব্যর সরঞ্জাম পাওয়া যায় ।