বরিশাল নগরীতে ঢিপটুয়ল বসাতে গেলে, চাঁদা না দেওয়ায় মারধরের শিকার ।
অদ্য (০৬ মার্চ ) দুপুর ২ ঘটিকায়, বরিশাল নগরী কাউনিয়া পুরানপাড়া ৩ নং ওয়ার্ড এলাকায় , রতন মিয়ার নিজ বাড়িতে ঢিপটুয়ল বসাতে গেলে , অবৈধ ভাবে চাদা দাবি করেন ১. রাকিব ফকির
পিতা জালাল ফকির ২. রায়হান মিরা
পিতা ফারুক মিরা ৩. পারভেজ হাওলাদার পিতা বাবুল হাওলাদার গং ।
চাহিদা মাফিক চাঁদা দিতে রাজি না হওয়ায় নানাভাবে ক্ষতি করে আসছিল ১. রাকিব ২. রায়হান ৩. পারভেজ গং। তারই প্রেক্ষিতে ( ৬ মার্চ ২০২৪ ইং ) দুপুর ২ ঘটিকার দিকে দলবদ্ধ হয়ে কাউনিয়া পুরানপাড়া নিবাসী, রতন মিয়ার নিজ বাড়ির গিয়ে ২০,০০০ টাকা চাঁদা দাবি করে ১. রাকিব ২. রায়হান ৩. পারভেজ গং। এ সময় প্রকাশ্যে চাঁদার টাকা না দিলে ঢিপটুয়ল বসাতে দেওয়া হবে না, এ বলে রতন মিয়ার বাড়ি ভাংচুর করে এবং তার স্ত্রী পিয়াংকা ও পুত্র কে মারধরসহ এলাকা ছাড়া করার হুমকি দেয় সন্ত্রাসীরা।
ভুক্তভোগী রতন মিয়া বলেন, দীর্ঘদিন থেকেই তার প্রতি ঈর্ষান্বিত হয়ে প্রতিনিয়ত চাঁদা দাবি করে আসছিল
১. রাকিব ২. রায়হান ৩. পারভেজ গং।
এসময়ে ঘটনাস্থলে থাকা ঢিপটুয়ল কন্ট্রাক্টর এস এম শহিদুল ইসলাম ও তার সাথে থাকা ৫ জন শ্রমিক ১.শপন ২. সৌরভ ৩. ইসমাইল ৪. লতিফ ৫. জামাল কে বরিশালের আঞ্চলিক ভাষায় গালিগালাজ করেন এবং কাজ বন্ধ করে দেন সন্ত্রাসীরা।
এছাড়াও এদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ আছে বলেছেন এলাকাবাসীর।