ঢাকা-বরিশাল মহাসড়কে আলফা, সিএনজি- নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পিলারেড় সাথে ধাক্কালেগে সাবেক চেয়ারম্যান নিহত।
ঢাকা-বরিশাল মহাসড়ক রোডে রাকুদিয়া নামক এলাকায় দোয়ারিকা ব্রিজ এর আগে আলফা সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পিলারেড় সাথে ধাক্কালেগে ঘটনাস্থলে নিহত হন , পটুয়াখালী কালকিনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান ঘটনার পর পালিয়ে যায় গাড়ি চালক ।
ঘটনাস্থলে গুরুতর আহত বাকি যাত্রীদের উদ্ধার করতে আসেন ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উজিরপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয় , বাবুগঞ্জ থানার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পর্যবেক্ষণ করছেন ।