কক্সবাজার মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া আফসানা মিম এর পড়াশোনা দ্বায়িত্ব নিলেন জেলা প্রশাসক বরিশাল জনাব শহিদুল ইসলাম।
কক্সবাজার মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বরিশাল সিটি কর্পোরেশনের বাসিন্দা মেধাবী শিক্ষার্থী আফসানা মিম এর পড়াশোনার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক বরিশাল জনাব শহিদুল ইসলাম।
আজ ২০ মার্চ বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের গণশুনানিতে অংশ নিয়ে মিমের পিতা মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস মেয়ের কক্সবাজার মেডিকেল কলেজে পড়াশোনার জন্য সহযোগিতা চাইলে জেলা প্রশাসক জনাব শহিদুল ইসলাম জেলা প্রশাসন ও তার ব্যক্তিগত ভাবে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
পাশাপাশি ভবিষ্যতের যেকোনো প্রয়োজনে সহযোগিতা করার প্রতিশ্রুতি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মনদীপ ঘরাই।