শান্তি প্রিয় যুবসমাজ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও ১০০ অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ।
আজ ২২ মার্চ ২০২৪ ইং রোজঃ শুক্রবার দুপুর 3 ঘটিকায় , ভাটিখানা পুরাতন বাকলা পান্হ সড়ক এলাকায় ,
পবিত্র মাহে রমজান উপলক্ষে , শান্তি প্রিয় যুবসমাজ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে , প্রতি বছরের মতো এবারও অসহায় ১০০ পরিবারের মাঝে ,
ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব শামীম চৌধুরী
উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাবা কোহিনুর বেগম
সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৭-৮-ও ৯ নং ওয়ার্ড বিসিসি বরিশাল ।
জনাব খান জুলহাস কবির
উপজেলা যুব উন্নয়ন অফিসার, হিজলা , বরিশাল ।
জনাবা বিলকিস আহমেদ লিলি
সভাপতি
বরিশাল উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
জনাবা রেবেকা সুলতানা
পরিচালক
বরিশাল উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি
এবং স্থানীয় পর্যায়ে গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
শান্তি প্রিয় যুবসমাজ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ।
প্রধান কার্যালয় – ভাটিখানা পুরাতন বাকলা পান্হ সড়ক বরিশাল ।