সিমেন্ট ভর্তি ট্রাকের ধাক্কায় , রিক্সা থাকা একই পরিবারের তিন সদস্য নিহত ।
আজ ২৪ মার্চ ২০২৪ ইং দুপুর 3 ঘটিকায় ঢাকা মিরপুর ১ নম্বর শাহ আলী মার্কেটের সামনে একটি সিমেন্ট বোঝাই ট্রাক একটি রিক্সা কে চাপা দেয় স্থলের রিকশা আহরণকারী তিনজন নিহত হয়, তিনজন ব্যক্তি ছিলেন স্বামী স্ত্রীর এবং কোলে থাকা শিশু, ঘটনাটির পর সাধারণ জনতা আইন-শৃঙ্খলা বাহিনীর কে ফোন করে , তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ এসে মৃত্যু লাশ গুলো সেখান থেকে মেডিকেলে পাঠিয়ে দেন এবং ট্রাক ও ট্রাকের ড্রাইভার কে আটক করে থানায় নিয়ে যায়।