শান্তি প্রিয় যুবসমাজ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও ৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ বাজার সামগ্রী বিতরণ ।
১০ এপ্রিল ২০২৪ ইং রোজঃ বুধবার দুপুর ৩ ঘটিকায় ,ভাটিখানা পুরাতন বাকলা পান্হ সড়ক এলাকায় ,
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে , শান্তি প্রিয় যুবসমাজ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে , প্রতি বছরের মতো এবারও ৫০টি অসহায় পরিবারের মাঝে ,
ঈদ বাজার সামগ্রী বিতরণ করা হয়েছে ।
এসময়ে অতিথি হিসেবে উপস্থিত থাকিয়া
অসহায় মানুষের হাতে ঈদ বাজার তুলে দেন
জনাবা কোহিনুর বেগম
৭-৮-ও ৯ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর বিসিসি বরিশাল ।
শান্তি প্রিয় যুবসমাজ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ।
সর্বদাই অসহায় মানুষের সেবায় নিয়োজিত রয়েছে ।
প্রধান কার্যালয় – ভাটিখানা পুরাতন বাকলা পান্হ সড়ক বরিশাল ।