সমাজসেবা অধিদফতর আয়োজিত বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধন ।
আজ ১৭ এপ্রিল ২০২৪ খ্রিঃ বুধবার সকাল ৮.৩০ টায় বঙ্গবন্ধু উদ্যান বরিশালে সমাজসেবা অধিদফতর বরিশাল এর আয়োজনে বরিশাল বিভাগীয় সরকারি শিশু পরিবার ও অন্যান্য প্রতিষ্ঠানসমূহের বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব জিহাদুল কবির বিপিএম,পিপিএম মহোদয়।
এ সময় পুলিশ কমিশনার মহোদয় বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ ধরনের আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে তিনি শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আগামী প্রজন্মের যথেষ্ট ভূমিকা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার বরিশাল জনাব মোঃ সোহরাব হোসেন, জেলা প্রশাসক বরিশাল জনাব শহিদুল ইসলাম, পরিচালক (উপসচিব), বিভাগীয় সমাজসেবা কার্যালয়, সমাজসেবা অধিদফতর বরিশাল জনাব মোঃ শহীদুল ইসলাম, এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, বরিশাল জেলা