দীর্ঘ তিন বছর পর জামিনে মুক্তি পেলেন , মাওলানা মামুনুল হক
হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক জামিনে মুক্তি পেয়েছেন।
দীর্ঘ তিন বছর বন্দি থাকার পর ,
আজ শুক্রবার ৩ মে বেলা ১১টার দিকে
কাশিমপুর কারাগার থেকে মুক্ত হয়ে আসলে ফুল ছিটিয়ে তাঁকে স্বাগত জানান তার ভক্ত ও স্বজনরা ।
তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৩৭টি মামলা রয়েছে। তিনি বিভিন্ন সময়ে এসব মামলার মধ্যে ৩৬ টিতে আদালত থেকে জামিন লাভ করেছেন।