বরিশাল পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার ভড়পাশা ইউনিয়নের গোলদার বাড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন পশ্চিম পাশে মহাসড়কের পাড় কেটে বাড়ির ভিটি নির্মাণ করায় মহাসড়কের ওই অংশ ঝুঁকিতে পড়েছে। মহাসড়কের পাড় থেকে মাটি কেটে নেওয়ায় বর্ষা মৌসুমে সড়কটি ধ্বসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
সরেজমিনে গেলে দেখা যায়, গোলদার বাড়ি বাস স্ট্যান্ড মহাসড়কের পশ্চিম পাশে দুধলমৌ মৌজার জে এল নং -৪৯, খতিয়ান -১২৯৬ যাহার দাগ নং- ২৬২২ ২৬২৩,২৬২৪,২৬২৫ জমি সড়ক ও জনপথ বিভাগের। দুধলমৌ গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের পুত্র মো: রফিকুল ইসলাম স্থানীয় প্রভাব দেখিয়ে প্রশাসনের নাকের ডগায় মহাসড়কের সরকারি জমির মাটি কেটে বাড়ি নির্মাণের ভিটি তৈরি করেছেন। তিনি মহাসড়কের প্রায় ৫০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে দখল করে মাছ চাষ করে আসছেন। এখন তিনি মহাসড়কের পাড় কেটে মাটি নিয়ে যাওয়ায় সড়কের পাড় ঘেঁষে একটি পুকুর হয়ে গেছে।
এমনকি ওই জমিতে দুটি পল্লী বিদ্যুতের খুঁটিও ঝুঁকিতে রয়েছে মাটি ধসের কারণে ঘটতে পারে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা
স্থানীয়রা জানায়, প্রকাশ্যে দুইদিন ধরে মহাসড়কের সরকারি জমি কেটে নিয়েছেন রফিকুল ইসলাম। বর্ষা মৌসুম আসলে মহাসড়কের মাটিকাটা ওই অংশ যেকোনো সময় ধ্বসে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে রফিকুল ইসলামের সাথে কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন বলেন, সড়ক ও জনপথ বিভাগের সরকারি জমির মাটি কেউ কেটে নিলে তার বিরুদ্ধে আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।