বরিশাল নগরী কাউনিয়া হাউজিং সংলগ্ন , হোসনাবাদ এলাকায় , অবস্থিত জোবেদা খাতুন এতিমখানা-মডেল মাদ্রাসায় ,
দীর্ঘদিন যাবত সম্পূর্ণ ফ্রিতে অসহায় অনাথ এতিম বাচ্চাদের লেখা পড়া ও থাকা খাওয়ার ব্যবস্থা করে আসছেন , অত্র মাদ্রাসার সভাপতি এবং পরিচালক , বর্তমানে ছাত্রদের সংখ্যা বেড়ে যাওয়ায় জায়গা সংকটের কারণে, তাদের পড়াশোনা করতে বিঘ্ন করছে ।
তাই সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে ।
যাতে করে মাদ্রাসার নিজস্ব জায়গায় ভবন করে , ছাত্রদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারেন
তাই সকল মুসলমান ভাই-বোনদের নিকট এতিম, অসহায় ছাত্রদের জন্য আর্থিক সহযোগিতা কামনা করিতেছে।
মাদ্রাসার ঠিকানা : কাউনিয়া হাউজিং সংলগ্ন, হোসনাবাদ, ৩নং ওয়ার্ড বি, সি, সি বরিশাল।
মাওলানা জামাল উদ্দিন
পরিচালক ও মোহতামিম
জোবেদা খাতুন এতিমখানা-মডেল মাদ্রাসা ।
মোবাঃ ০১৭৪০-৬০৬০৯৮ (বিকাশ)
পার্শোনাল।
মোঃ লোকমান হাকিম শেখ
প্রতিষ্ঠাতা সভাপতি
জোবেদা খাতুন এতিমখানা-মডেল মাদ্রাসা মোবাঃ ০১৭৬৭-৭৫১১৬৫