বরিশাল নগরী, ভাটিখানা পুরাতন বাকলা, পান্হ সড়ক এ অবস্থিত , বাইতুশ শরীফ জামে মসজিদের , সাবেক সভাপতি, আ: ছাত্তার শরীফ গত ১৭-০৬-২৪ ইং রোজ: সোমবার রাত ১০ ঘটিকায়, তার নিজ বাস ভবনে,বার্ধক্যে জনিত কারণে, মৃত্যু বরণ করেন,
আজ ০৩-০৭-২৪ ইং রোজ: বুধবার , বাদ আসর, ভাটিখানা পুরাতন বাকলা, পান্থ সড়ক, বাইতুশ শরীফ জামে মসজিদে , বর্তমান কার্যনির্বাহী কমিটির আয়োজনে, মরহুম আ: ছাত্তার শরীফ এর রুহের আত্মার মাগফিরাত কামনায়, বিশেষ দোয়া মোনাজাত এর আয়োজন করা হয়।
উক্ত দোয়া মোনাজাত পরিচালনা করেন,
হাফেজ মাওলানা আবু হানিফ সায়েস্তাবাদী
ইমাম ও খতিব
বাইতুশ শরীফ জামে মসজিদ,
ভাটিখানা ,পান্থ সড়ক, বরিশাল।