ভারতের সাথে দেশবিরোধী চুক্তি বাতিল এবং চিহ্নিত দুর্নীতিবাজদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে-
আজ ৫ জুলাই ২০২৪ইং, শুক্রবার, বিকাল ৪ টায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরিশাল জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে, বরিশাল টাউন হল চত্বরে সমাবেশ ও শহরের গুরুত্বপূর্ণ অলিগলিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশের প্রধান অতিথি, মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (সিনিয়র নায়েবে আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ), তার বক্তব্যে বলেন- ১৯৭১ সালে লক্ষ লক্ষ জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, শোষণ ও গোলামীর জিঞ্জির থেকে মুক্তি পাওয়ার জন্য। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের গোলামী করার জন্য নয়।
ভারত ফারাক্কা নদীতে বাঁধ দিয়ে আমাদের দেশের অপুরনীয় ক্ষতি করেছে। ভারত বাংলাদেশ সীমান্তে নির্বিচারে মানুষ হত্যা করে, আর আমাদের দেশের প্রধানমন্ত্রি ভারতের সাথে ট্রানজিট চক্তি করে। আমাদের দেশের জনগণ এ চুক্তি কখনোই বাস্তবায়ন হতে দেবে না। তাই ভারতের সাথে দেশবিরোধী চুক্তি বাতিল করুন এবং চিহ্নিত দুর্নীতিবাজদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন।