দেশের অন্তত ৬ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। ফাইল ছবি
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের অন্তত ৬টি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বুধবার (১৭ জুলাই) বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান,
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বগুড়া, ফরিদপুর ও কক্সবাজার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
তবে এই মুহূর্তে বিজিবির কত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে তা জানাননি তিনি।
এর আগে গতকাল মঙ্গলবারও ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, বগুড়া, রংপুর এবং রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছিল। এরমধ্যে ঢাকায় মোতায়েন করা হয়েছে ৬ প্লাটুন।
মঙ্গলবার বেলা ১১টা থেকে রাজধানীর বিভিন্ন স্থানে একযোগে সড়ক অবরোধ শুরু করেন বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধে গোটা রাজধানী প্রায় অচল হয়ে পড়ে। পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বগুড়াসহ দেশের প্রায় সব জেলায় সড়কে নামেন নামে শিক্ষার্থীরা। বিভিন্ন স্থানে সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হন। এর মধ্যে চট্টগ্রামে ৩ জন, ঢাকায় ২ জন এবং রংপুরে একজন নিহত হন।
এদিকে আন্দোলনে নিহতদের স্মরণে বুধবার দেশজুড়ে গায়েবানা জানাজা ও কফিন মিছিলের কর্মসূচি দিয়েছেন শিক্ষার্থীরা। দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করবেন আন্দোলনকারীরা।
সংঘাতময় পরিস্থিতির মধ্যে রাতে দেশের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া বুধবার দেশের কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।