বরিশালে ভাটিখানা কাজী বাড়ি মসজিদ থেকে মাইকের মেশিন চুরি। মসজিদের মোয়াজ্জেম সাহেব জহুরের আজান দিতে গিয়ে দেখে মেশিন নেই তা মসজিদ কর্তৃপক্ষকে জানালে মসজিদের সিসি ক্যামেরায় দেখা যায় ২৩-০৭-২০২৪ রোজ মঙ্গলবার সকাল ৮:৫৩ মিনিট এর দিকে অজ্ঞাত এক ব্যক্তি নীল টি-শার্ট পরা এই ঘটনা ঘটায়। সকাল ৮ঃ৫৭ তে মেশিনটি নিয়ে চোর সবার চোখ ফাঁকি দিয়ে হলুদ অটোতে করে চলে যায়। মেশিনটির দাম ৩৫ হাজার টাকার মতো। মসজিদের মোয়াজ্জেম নিকটবর্তী কাউনিয়া থানায় অভিযোগ দায়েল করেন। চুরির ঘটনার পর থেকে ভাটিখানা কাজীবাড়ি মসজিদে মাইকে আজান বন্ধ আছে।
বরিশাল বাসির কাছে অনুরোধ এই চোরকে কেউ সনাক্ত করতে পারলে ভাটিখানা কাজীবাড়ি মসজিদ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন।