সেনাবাহিনীর মেজর জেনারেল মহোদয় কর্তৃক বিএম’পির এয়ারপোর্ট থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আজ ১১ আগস্ট ২০২৪ খ্রিঃ দুপুর ১২:০০ টায় সেনাবাহিনীর মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা, আরসিডিএস, এনডিসি, পিএসসি; জেনারেল অফিসার কমান্ডিং, ০৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বরিশাল মহোদয়ের সভাপতিত্বে বিএমপি’র এয়ারপোর্ট থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি পুলিশ সদস্যদের সাথে কথা বলে তাদের মনোভাব এবং দাবী দাওয়া জানতে চান। তখন পুলিশ সদস্যরা তাদের মনোকষ্টের কথা এবং কেন্দ্রীয় ১১ দফা দাবীর কথা তুলে ধরেন। মেজর জেনারেল মহোদয় পুলিশের দাবী বাস্তবায়নে তার সাধ্যমতো চেষ্টা করার প্রতিশ্রুতি প্রদান করেন। সেইসাথে দেশের এই ক্লান্তিকালে পুলিশকে দেশবাসির পাশে দাড়ানোর জন্য অনুরোধ জানান। তিনি পুলিশকে আশ্বস্ত করেন যে, পুলিশের সাথে সেনাবাহিনী আছে এবং থাকবে।এসময় তিনি আরও বলেন পুলিশদের এমন কোন কাজ করা ঠিক হবেনা যে তার দায়ভার আবার পুলিশকে নিতে হবে।