১২ সেপ্টেম্বর ২০২৪
বিএমপি গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ ছগির হোসেন এর নেতৃত্বে এসআই /মো: ফিরোজ আলম, এএসআই/মো: জাকির হোসেন, এএসআই/রতন কুমার সিকদার, এএসআই/মোঃ শাহাদাত হোসেন, নায়েক/৩৪২ মোঃ মঞ্জুর হোসেন, কং/৫৩৮ মো: সাইফুল ইসলাম, কং/১১২০ মো: মোজাম্মেল হক, কং/৭৯৬ মোঃ আনোয়ার হোসেন, কং/১৩৩৮ মোঃ আফছার উদ্দিন, নারী কং/৯৪১ সোনিয়া রানী, নারী কং/১১০৮
মোসাঃ
জাকিয়া আক্তার গনের সমন্বিত বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ১১-০৯-২০২৪ ইং তারিখ রাত ২৩.০০ ঘটিকায় বিএমপি এয়ারপোর্ট থানাধীন ০৩ নং ওয়ার্ডস্থ ০১নং রায়পাশা ইউপি, দক্ষিণ কড়াপুর (পাঁচগাও রোড) মোসাঃ ফাতেমা আক্তারের বসত ঘরে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ০১। মোসাঃ ফাতেমা আক্তার (২৫), পিতা-মোঃ মজিবুর রহমান সিকদার, স্বামী-মোঃ ফারুক হাওলাদার @মাহাবুব হোসেন (৩০), স্থায়ী সাং-দক্ষিণ কড়াপুর (পাঁচগাও রোড), ০৩ নং ওয়ার্ড, ০১ নং রায়পাশা ইউপি, থানা-বিমানবন্দর, বিএমপি, বরিশালে’র হেফাজত হতে ২০০ (দুইশত) বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক তাকে আটক করেন।