সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন বেকার তরুণ-তরুণীরা।
সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়স ৬৫ বছর করার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।
এ দাবিতে সংগঠনটির পক্ষ থেকে মন্ত্রিপরিষদ বিভাগে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়ে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বিষয়টি নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক সূত্র জানিয়েছে, আবেদনের প্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এ বিষয়ে আসা লিখিত আবেদনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। রাজধানী থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলায় এ দাবিতে চাকরিপ্রত্যাশীরা কর্মসূচি পালন করছেন। বর্তমানে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০, আর অবসরে যাওয়ার বয়সসীমা ৫৯ বছর।