অদ্য ২১ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ শনিবার বরিশাল রেঞ্জের নবনিযুক্ত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম মহোদয় রেঞ্জ কার্যালয় বরিশাল এর কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এসময় তিনি বলেন সাংবাদিকরাও পুলিশের মতই জীবনের ঝুঁকি নিয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ-সাংবাদিক একত্রে কাজ করার আহ্বান জানান।
এসময় জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন পুলিশ সুপার, বরিশাল এবং বরিশাল জেলা ও মহানগরের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বরিশাল রেঞ্জ অফিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।