বরিশাল ॥ দুর্গাপূজা উপলক্ষে দলের নির্দেশনাবলী অবহিত করণ সভা শনিবার সকালে নগরীর সদর রোডস্থ জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারের সঞ্চলনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান, মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজ খানম নাসরিন প্রমুখ।
সভায় নগরীর ৩০টি ওয়ার্ডের বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবগণ নিজ নিজ ওয়ার্ডের পূজা মন্ডপ দলীয় সিদ্ধান্ত মোতাবেক নেতাকর্মীদের নিয়ে নিরাপত্তা দিতে কাজ করবেন বলে অঙ্গিকার করেন।