বরিশাল॥ বরিশালে জলে ভাসা মান্তা সম্প্রদায়ের মানুষদের নিয়ে নারীর প্রতি সামাজিক কুসংস্কার দূরীকরণে পুরুষের ভূমিকা শীর্ষক সামাজিক সংলাপ হয়েছে।
রোববার দুপুরে বরিশালের টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের লাহারহাট ফেরিঘাটের এই সংলাপ হয়। ইয়ূথনেট ফর ক্লাইমেট জাস্টিসের আয়োজনে বাংলাদেশ এনভায়রমেন্ট এন্ড ডেভলপমেন্ট সোসাইটির (বেডস) সহযোগিতায় ইকোমেন প্রকল্পে আওতায় এ কর্মসূচি হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল আকন, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য হিরন বেগম, মান্তা সম্প্রদায়ের সরদার মোঃ জসিম।
আরও উপস্থিত ছিলেন, ইয়ূথনেটের প্রোগ্রাম ও পার্টনারশীপ কোর্ডিনেটর আরিফুর রহমান শুভ, ইকোমেন প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ময়ূরী আক্তার টুম্পা ও প্রকল্পের জেলা সমন্বয়কারী আশিকুর রহমান, ইয়ূথনেটের জেলা সমন্বয়কারী আশিকুর রহমান সাকিব প্রমুখ।
ইয়ূথনেটের কেন্দ্রীয় প্রতিনিধি আরিফুর রহমান শুভ বলেন, পরিবেশ এর অংশ নদী, পাহাড়, বনাঞ্চল মানুষের দ্বারা প্রতিনিয়ত ক্ষতির সম্মুখিন হচ্ছে। আমাদের সকলের উচিত সিঙ্গেল ইউস প্লাস্টিক এবং পলিথিনের ব্যবহার বন্ধ করা।
নিজের এবং ভবিষৎ প্রজন্মের জন্য সুন্দর একটা পৃথিবী গড়তে সকলের উচিত পরিবেশের যত্ন নেয়ার পাশাপাশি বৃক্ষরোপনে সকলকে উৎসাহিত করতে হবে।
নারী-পুরুষের ভেদাভেদ না করে একসাথে কাজ করতে হবে। ইকোমেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ময়ূরী আক্তার টুম্পা বলেন, পরিবেশ সংরক্ষণ এর পাশাপাশি কিশোর এবং পুরুষকে আমাদের নারীর প্রতি সহনশীল হতে হবে। সমাজে কিছু ক্ষতিকর রীতিনীতি রয়েছে যা পুরুষকে নারীর প্রতি সহনশীল হতে বাধা।
আমাদের সকলের এসব রীতিনীতি থেকে বেড়িয়ে আসতে হবে। আমাদের পরিবেশকে ভালো রাখতে শুধু গাছ লাগালেই হবে না, পরিবেশের মধ্যে কিশোরী ও নারী আছে, তাদের প্রতি যত্নবান হতে হবে।
মান্তাদের সরদার মোঃ জসিম সরদার জানান, মাছ নয় জেলেদের জালে ওঠে প্লাস্টিক ও পলিথিন। তারা যেখানে থাকেন সেখানের চরের মধ্যে পিকনিকের জন্য অনেক সময় লঞ্চে করে মানুষ জন আসে।
তারা প্লাস্টিকের বাটি ও বোতল সব নদীতে ফেলে চলে যায়। এছাড়া অন্য যাত্রীবাহী লঞ্চ, ট্রলার ও স্পীডবোট থেকেও আবর্জনা নদীতে ফেলা হয়।
পরে ওই সকল প্লাস্টিক নদীতে ভাসতে থাকে। নৌকা নিয়ে যখন মাঝ নদীতে যাই তখন জালের সাথে ওই সকল প্লাস্টিকের বস্তু আটকে যায়। আর সেই বোতল বা বাটি থেকে বিভিন্ন ধরণের গন্ধ বের হওয়ায় মাছ ক্ষতিগ্রস্ত হয়।