ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ জিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। শেষ ম্যাচে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন তরুণ ব্যাটার জাকের আলী। ৪১ বলে তার ৭২ রানের ইনিংসেই ৮০ রানের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে তাই সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে তার হাতেই।
তবে এই ম্যাচে একদম খালি হাতেও ফিরতে পারতেন জাকের। তার ব্যক্তিগত রান যখন ১৭, তখন তার রান আউটের আশঙ্কা তৈরি হয়েছিল। শামীম পাটোয়ারির সঙ্গে ভুল বোঝাবুঝির পর নিজেকে রান আউট ভেবে ড্রেসিংরুম পর্যন্ত চলে যান তিনি। দুই ব্যাটারই এক প্রান্তে ঢুকে যাওয়ায় খালি চোখে মনে হচ্ছিল জাকের আউট। তবে অ্যাকশন রিপ্লেতে পরে দেখা যায় যে শামীম আউট। তখন আবার ড্রেসিংরুম থেকে এসে ব্যাটিং করেন জাকের।
ম্যাচশেষে ওই মুহূর্তের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন জাকের। তিনি বলেন, ‘ড্রেসিংরুমে গিয়ে আমি আমার প্যাডে ব্যাট দিয়ে মারছিলাম। হঠাৎ তৃতীয় আম্পায়ার ডাকল। এরপর আরও একটা রান আউট। নিজের ওপর রাগ হচ্ছিল খুব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সৌভাগ্য দিয়েছেন যাতে দলে অবদান রাখতে পারি। তাদের রানগুলো আমি করে ফেলেছি। এ নিয়ে খুবই খুশি।’
আগের দুই ম্যাচে ফিফটির দেখা না পেলেও ব্যাট হাতে কার্যকরী ছিলেন জাকের। এই ম্যাচে খেললেন বড় ইনিংস। সাফল্যের ব্যাখ্যায় জাকের বলেন, ‘সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমার জন্য দারুণ একটা সিরিজ। টেস্ট, ওয়ানডে এরপর টি-টোয়েন্টি। গত দুই ম্যাচের তুলনায় আজ উইকেট অনেক ভালো ছিল। শুরুতে আমি সময় নিচ্ছিলাম। জানতাম উইকেটে থিতু হয়ে গেলে, ম্যাচ গভীরে গেলে রান পাব।’
তিনি আরও বলেন,‘পুরোটাই মাইন্ডসেটের ব্যাপার। ক্যারিবিয়ান বিগ বয়রা যেকোনো ফরম্যাটেই মেরে খেলতে পারে। বিশেষ করে তাদের কন্ডিশনে। এখানে বিশ্বকাপ খেলেছি, তখন ভালো খেলিনি। দেশে গিয়ে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি, এই সফরের জন্য বিশেষ করে। এরপর ভালো খেলতে পেরেছি।’