নির্বাচনের পর নিয়মিত কাজে ফিরে যাব: ইকোনমিস্টকে ড. ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর নিজের নিয়মিত কাজে ফিরবেন তিনি। শুক্রবার (২০ ডিসেম্বর) ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
বিগত বছরগুলোর মতো এ বছরও বর্ষসেরা দেশের (কান্ট্রি অব দ্য ইয়ার) তালিকা প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রভাবশালী ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট। তালিকায় শীর্ষ দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ। এ নিয়ে প্রতিক্রিয়া জানতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নেয় সাময়িকীটি।
ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। তিনদিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কার কাজে হাত দেয়।
তবে বিএনপিসহ বেশ কিছু রাজনৈতিক দল যতটুকু সম্ভব সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে। তবে অন্তর্বর্তী সরকার বলছে, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেয়া হবে। গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ২০২৫ সালের শেষ দিকে বা ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানান প্রধান উপদেষ্টা।