জরুরী ভিত্তিতে , একুশে বিডি, অনলাইন নিউজ পোর্টালে , বরিশাল বিভাগ সহ সারাদেশে মাল্টিমিডিয়া জার্নালিস্ট নিয়োগ চলছে ।
মোঃ জাহিদ সিকদার - ব্যবস্থাপনা সম্পাদক
-
প্রকাশিতঃ
শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
-
৬৫
জন নিউজটি পড়েছেন
জরুরী ভিত্তিতে , একুশে বিডি, অনলাইন নিউজ পোর্টালে , বরিশাল বিভাগ সহ সারাদেশে মাল্টিমিডিয়া জার্নালিস্ট নিয়োগ চলছে ।
পদবি: মাল্টিমিডিয়া জার্নালিস্ট
বরিশাল বিভাগ সহ সারাদেশে নিয়োগ হবে।
কাজের ধরনঃ পাট টাইম চাকুরী
বেতনঃ আলোচনা সাপেক্ষে
করমস্থলঃ নিজ নিজ বিভাগ ও জেলা এবং উপজেলা সমূহ
কাজের দায়িত্বসমূহ:
১. সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে কনটেন্ট তৈরি করা।
২. সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ ইভেন্ট কাভার ও উপস্থাপনা।
৩. ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য কনটেন্ট তৈরির প্রয়োজনে গবেষণা, অনুবাদ ও সম্পাদনা করা।
৪. গ্রাফিক্স ডিজাইনার ও ভিডিও এডিটরদের সঙ্গে টিম ওয়ার্কের মাধ্যমে কোয়ালিটি কনটেন্ট তৈরি নিশ্চিত করা।
৫. বার্তাকক্ষ, চিত্রসাংবাদিক, প্রযোজকসহ অন্যান্য টিমের সঙ্গে সমন্বয় করে কাজ করা।
৬. কনটেন্ট তৈরির জন্য নিত্য নতুন আইডিয়া উদ্ভাবন।
শিক্ষাগত যোগ্যতা : সর্বনিম্ন SSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
প্রয়োজনীয় দক্ষতা:
• কর্তৃপক্ষের শিডিউলের ভিক্তিতে যেকোনো সময় কাজ করার মানসিকতা।
• দলগত পরিবেশে সবার সঙ্গে সুসম্পর্ক রেখে চলার মানসিকতা থাকতে হবে।
• ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার যোগ্যতা।
• সম্প্রচার উপযোগী সাবলীল কণ্ঠে নির্ভুলভাবে বাংলা ও ইংরেজি বলার সক্ষমতা।
• মাইক্রোসফট অফিসসহ কম্পিউটারের বেসিক অ্যাপ্লিকেশনের ধারণা।
• সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক ঘটনাবলী, ইতিহাস, সামাজিক ইস্যু, ব্যবসায়, শিল্প সংস্কৃতি, ক্রীড়া ও চারপাশের ঘটনাপ্রবাহ সম্পর্কে ওয়াকিবহাল থাকা।
• সোশ্যাল মিডিয়ার কপিরাইট পলিসি, কপিরাইট ক্লেইম ও স্ট্রাইক ইস্যু সম্পর্কে স্বচ্ছ ধারণা।
• ভিডিওগ্রাফি, এডিটিং এবং গ্রাফিকস এর প্রাথমিক ধারণা।
• ডিজিটাল মিডিয়ার বর্তমান ও ভবিষ্যত বাজার সম্পর্কে স্বচ্ছ ধারণা।
অভিজ্ঞতা: সাংবাদিকতা এবং ভিজ্যুয়াল কনটেন্ট ও স্ক্রিপ্ট তৈরির কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে। তবে উল্লিখিত যোগ্যতার শর্ত পূরণে সক্ষম অনভিজ্ঞদেরও কাজের সুযোগ আছে।
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীদের ১ জানুয়ারী ২০২৫ থেকে ২৫ জানুয়ারি ২০২৫ তারিখ এর মধ্যে উক্ত সিভি পাঠাতে হবে নীচের লিঙ্কের মাধ্যমে। অথবা যোগাযোগ – 01790-808132
আবেদনের লিংক:
https://www.facebook.com/profile.php?id=100076444408005
Like this:
Like Loading...
Related
একুশে বিডি ডটকম এর জন্য সারাদেশে সংবাদ দাতা নিয়োগ চলছে
যোগাযোগঃ- 01773411136,01778927878 ekusheybd2021@gmail.com
আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
আরও পড়ুন