তরুণ অধিনায়ক এবং নতুন মোড়কে গড়া দল নিয়ে একাদশ বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে আজ (৩১ ডিসেবম্বর) মাঠে নামছে সিলেট স্ট্রাইকার্স। প্রথম লড়াইয়ে তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।
নিজেদের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে দিয়েছিল রংপুর রাইডার্স। ওই ম্যাচের একাদশ থেকে আজ কোনো পরিবর্তন আনেনি তারা। ৩ স্পিনার ও ৩ পেসার নিয়ে শক্তিশালী একাদশ সাজিয়েছে তারা।
এবারের আসরে এটিই সিলেটের প্রথম ম্যাচ। নতুন অধিনায়ক আরিফুল ইসলামের নেতৃত্বে এবারই প্রথম খেলতে নেমেছে তারা। তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলে বেশ ভালো দল গড়েছে সিলেটের ফ্র্যাঞ্চাইজিটি। একাদশে আছেন জর্জ মানসি এবং পল স্টার্লিংয়ের মতো অভিজ্ঞ ব্যাটার। তাদের সঙ্গে থাকবেন জাকির হাসান এবং রনি তালুকদার।
বোলিংয়ে ইংলিশ পেসার রিস টপলির সঙ্গে জুটি বাঁধবেন আল আমিন হোসেন এবং তানজিম হাসান সাকিব। স্পিনার হিসেবে থাকছেন নিহাদুজ্জামান এবং আফগানিস্তানের সামিউল্লাহ শিনওয়ারি। উইকেটরক্ষক হিসেবে আছেন জাকের আলী অনিক।