সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটির প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রায় চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়া হবে।
তদন্ত কমিটির প্রধান নাসিমুল গনি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুনের ঘটনায় আজও কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই নমুনা অধিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদেশের ল্যাবরেটরিতে পাঠানো হবে।
নাসিমুল গনি আরও বলেন, ‘আমরা মোটামুটি রিপোর্টগুলো পেয়েছি। এটার সামান্য একটা বিষয় বাকি আছে। সন্ধ্যা ৬টার মধ্যে প্রতিবেদন জমা দেব। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সবাইকে একবার বসতে হবে। তবে প্রতিবেদনে কি পাওয়া গেছে তা এখন বলা যাবে না। এটা একটা প্রেসিং বিষয়।’
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়ার পর সেখানে ব্রিফিং করে এ বিষয়ে জানানো হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনা ঘটে। এতে ভবনের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম তলা পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় সাড়ে ৬ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
আগুনে ভবনটির চারটি ফ্লোর পুড়ে ছাই হয়ে গেছে। সেখানে যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার, শ্রম ও কর্মসংস্থান, সড়ক ও যোগাযোগ, ডাক ও টেলিযোগাযোগ ছাড়াও অর্থ মন্ত্রণালয়ের বেশ কয়েকটি বিভাগ দাফতরিক কাজ করত।