বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা বরিশাল । বইছে হিমেল বাতাস। জেঁকে বসেছে পৌষের শীত।
পৌষের প্রথমার্ধ পেরিয়ে গেছে। এতদিন শীতের তীব্রতা দেশের বিভিন্ন জেলায় অনুভূত হয়েছে। তবে গতকাল বছরের পহেলা দিনে কুয়াশামোড়া শীত হানা দিয়েছে প্রায় সারাদেশে। বহু জেলায় সূর্যের আলোকোজ্জ্বল মুখ প্রকটিত হয়নি। উত্তরবঙ্গের কোনো কোনো জেলায় শীত আর হিমেল বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে।