দক্ষিণ কোরিয়ায় মধ্যবর্তী পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বৈঠক চলাকালে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলকভাবে ছোড়া হয়। পরে সেটি ১১০০ কিলোমিটার পূর্ব দিকে সাগরে গিয়ে পড়ে। খবর আল জাজিরার।
সোমবার (৬ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরের দিকে ছোড়া হয় ক্ষেপণাস্ত্রটি। এ সময় সিউলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দুপুরের দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোকের সঙ্গে দেখা করার পরপরই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।
সামরিক বাহিনী জানিয়েছে,তাদের বাহিনী একটি প্রজেক্টাইল শনাক্ত করেছে, যাকে মধ্যবর্তী-পাল্লার বলে অনুমান করা হচ্ছে।
ক্ষেপণাস্ত্রটি প্রায় ১১০০ কিলোমিটার উড়ে গিয়ে কোরীয় উপদ্বীপ এবং জাপানের মধ্যেবর্তী সাগরে পড়ে। উত্তর কোরিয়া যাতে আর কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে না পারে সেজন্য নজরদারি এবং সতর্কতা জোরদার করেছে সিউল।
এদিকে ব্লিঙ্কেন এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো তাই-ইউল একটি যৌথ সংবাদ সম্মেলনে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানিয়েছেন। ওয়াশিংটনের শীর্ষ কূটনীতিক ব্লিঙ্কেন এটিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবের আরেকটি লঙ্ঘন বলে অভিহিত করেছেন।
৫ নভেম্বর পূর্ব উপকূলে কমপক্ষে সাতটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর এটিই উত্তর কোরিয়ার প্রথম মধ্য-পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা।