জুন থেকে আগামী বছরে জুন পর্যন্ত খান হাবিব তাঁর স্ত্রীর নামে এই ঘাটের ইজারা পান। ঘাট নিলেও রাস্তা দখল করে গড়ে তোলে বিশাল বাজার বলে দাবি স্থানীয় ব্যবসায়ী নেতাদের।
পোর্টরোড মৎস্য মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল সিকদার বলেন,‘ইজারাদার খান হাবিব বিআইডব্লিউটিএ এর কাছ থেকে বাজার ইজারা নেন। কিন্তু বাজারের সামনের সড়কটি দখল করে বাজার বসিয়েছেন তারা। কিন্তু সিটি করপোরেশন এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা বিআইডব্লিউটিএ ও সিটি করপোরেশনকে জানিয়েছি কিন্তু কোনো সমাধান হয়নি। পাইকারি বাজার ইজারা দিয়েছে সিটি করপোরেশন কিন্তু সব এখন রাস্তার উপরে উঠেছে।’
দখলদারিত্ব ও যানজট নিরসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বরিশাল সিটি করপোরেশন। তবে এ বিষয়ে বিআইডব্লিউটিএরও উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী বলেন, ‘আমাদের নিয়মিত অভিযান চলছে। তবে বর্তমানে আমাদের সিটি করপোরেশনে ম্যাজিস্ট্রেট নেই। আমরা ডিসি অফিসের মাধ্যমে অভিযান পরিচালনা করি। পোর্টরোডের বিষয়ে আমরা দ্রুত পদক্ষেপ নেব। ইজারাদারকেও আমরা এ বিষয়ে জানিয়েছি। তবে বিআইডব্লিউটিএ কে এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে।