উজিরপুর শিকারপুর খেয়া ঘাটের মাঝি মোঃ মাহাবুব হোসেন কে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত শুক্রবার রাত বারোটার দিকে একটি ইঞ্জিন চালিত ট্রলার সহ তিনি নিখোঁজ হন। তার পরিবারগণ প্রাথমিকভাবে ধারণা করছেন , তাকে কেউ অপহরণ করেছে। এখনো তার কোন খোঁজ মেলেনি। তাকে ফিরে পেতে রাহুতকাঠি বন্দর ব্যবসায়ী ও স্থানীয়রা মিলে মানববন্ধন করেছেন।