বরিশাল উজিরপুরে ভাই ও ভাতিজার হাতে নৃশংসভাবে ট্রলার চালক ,চাচা মাহাবুব হাওলাদার খুন।
মোঃ আল-আমিন, স্টাফ রিপোর্টার
প্রকাশিতঃ
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
৬৬
জন নিউজটি পড়েছেন
বরিশাল উজিরপুরে ভাই ও ভাতিজার হাতে নৃশংসভাবে ট্রলার চালক ,চাচা মাহাবুব হাওলাদার খুন ।
উজিরপুর শিকারপুর সুগন্ধা, সন্ধা,আরিয়াল খাঁ নদীর মোহনা থেকে বারো দিন ধরে নিখোঁজ ট্রলার চালক মাহাবুবের লাশ উদ্ধার করে বাবুগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ।
বরিশাল উজিরপুর শিকারপুর নদী পারাপার করার সময় মাহাবুল হাওলাদার নামে এক ট্রলার চালককে ৩১ জানুয়ারি রাত ১১.২০ মিনিট এর সময় অপহরণের পর তাকে হত্যা করে আপন ছোট ভাইর ছেলে বারো দিন পর লাস উদ্ধার করতে আসামীদের নিয়ে সুগন্ধা ও আরিয়াল খাঁ নদীর মোহনায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়ে দিনভর চেষ্টা চালিয়ে মাহবুবের লাশ উদ্ধার কারে বাবুগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশ।তিনি উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম মুন্ডপাশা গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে ।