মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল রেঞ্জ পুলিশের পক্ষ হতে পুস্পস্তবক অর্পণ ।
মোঃ এনামুল হক তুর্য , স্টাফ রিপোর্টার
প্রকাশিতঃ
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
৩০
জন নিউজটি পড়েছেন
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল রেঞ্জ পুলিশের পক্ষ হতে পুস্পস্তবক অর্পণ ।
আমি বাংলায় কথা কই
আমি বাংলার কথা কই
আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই ।
এই বাংলা ভাষার জন্য বুকের রক্ত উৎসর্গ করার ৭৩ বছর পূর্ণ হলো আজ।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অদ্য ২১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ শুক্রবার প্রথম প্রহরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বরিশাল রেঞ্জ পুলিশ ও বরিশাল বিভাগের সকল পুলিশ ইউনিটের পক্ষ হতে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল রেঞ্জের মান্যবর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম মহোদয়। এসময় বরিশাল রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি জনাব মো: নাজিমুল হক; পুলিশ সুপার জনাব জনাব কাজী ছোয়াইব; জনাব মোঃ শরিফ উদ্দীন, পুলিশ সুপার, বরিশাল মহোদয়সহ আরআরএফ, বরিশাল; ১০ এপিবিএন, বরিশাল; নৌ পুলিশ, বরিশাল অঞ্চল; টুরিস্ট পুলিশ, বরিশাল অঞ্চল; ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, বরিশাল; জেলা পুলিশ, বরিশাল এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।