আসন্ন পবিত্র পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ বেলা ১২ টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে সাংবাদিকবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয়।
মতবিনিময় কালে এ সময় তিনি আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরজুড়ে অফিসার ফোর্স এর ডিপ্লয়মেন্ট, যৌথ বাহিনীর সমন্বয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত চেকপোস্ট, ফুট পেট্রোলিং , মোবাইল পেট্রোলিং বৃদ্ধি, সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, সুশৃংখল ট্রাফিক ব্যবস্থাপনা, যানজট নিরসন, রাস্তার পাশে যত্রতত্র পার্কিং না করা, মার্কেটগুলোতে সিসিটিভির ব্যবহার নিশ্চিত করা সহ সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় সাংবাদিকবৃন্দ আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শের কথা পুলিশ কমিশনার মহোদয়কে উপস্থাপন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) জনাব খন্দকার মোঃ শামীম হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর/সিএসবি) জনাব মোঃ আবু বকর সিদ্দিক, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক),জনাব মোঃ শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ।