রমজানের আগমন উপলক্ষে বরিশালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর স্বাগত র্যালী।
মোঃ জাহিদ সিকদার, ব্যাবস্থাপনা সম্পাদক
প্রকাশিতঃ
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
২৩
জন নিউজটি পড়েছেন
রমজানের আগমন উপলক্ষে বরিশালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর স্বাগত র্যালী।
আজ ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকাল ৪ টায় রমজানের আগমন উপলক্ষে বরিশাল টাউন হল চত্ত্বর থেকে স্বাগত র্যালী বের করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর।
র্যালী পূর্ব সমাবেশে বাজার সিন্ডিকেট এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবি জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আরিফুল রহমান ।
তিনি বলেন, রমজানকে সম্মান জানিয়ে সারা বিশ্বের মুসলিম ব্যবসায়ীরা অধিক মুনাফা অর্জন থেকে বিরত থাকে, পণ্যের দাম কমিয়ে দেন। কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীরা রমজানের জন্য বসে থাকেন।
আরো বলেন,‘কিছু অসাধু ব্যবসায়ী রমজানকে সুযোগ হিসেবে নেন। অধিক মুনাফার জন্য বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দেন। আমরা ব্যবসায়ী ভাইদের অনুরোধ করব, যেন এই ধরনের কাজ তারা না করেন এবং দিনের বেলা সকল হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার অনুরোধ জানান।
র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার টাউন চত্বরে এসে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাজমুল ইসলাম সুজন এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ গাজী ত্বলহা হাসান ,প্রশিক্ষন সম্পাদক রিফাত লস্কর ,তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ মুমিনুল ইসলাম ইমন ,প্রকাশনা ও দপ্তর সম্পাদক মুহাম্মাদ ইমরান মীর ,অর্থ ও কল্যান সম্পাদক মুহাম্মাদ রহমাতুল্লাহ ,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ তরিকুল ইসলাম ,কার্যনিবাহী সম্পাদক মুহাম্মাদ জিহাদুল ইসলাম সহ থানা নেতৃবৃন্দ।