রোগীকে ভর্তি করার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিয়েছে ৭ লাখ টাকা ।
মোঃ আল-আমিন হাওলাদার, স্টাফ রিপোর্টার
প্রকাশিতঃ
মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
৮০
জন নিউজটি পড়েছেন
রোগীকে ভর্তি করার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিয়েছে ৭ লাখ টাকা ।
বরিশাল নগরীর গির্জা মহল্লা এলাকায় মৌসুমী আবাসিক হোটেল এর স্টাফ মো: নাসির উদ্দিন এর মেয়ে জামাই দীর্ঘদিন রক্তশূন্যতায় ভুগছেন তার এই দুর্বলতার সুযোগ নিয়ে চিকিৎসার জন্য এঘিয়ে আসেন মৌসুমী আবাসিক হোটেলে দীর্ঘদিন অবস্থান করা এক যুবক, মোঃ আকাশ মোল্লা, উন্নতমানের চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় অবস্থিত প্রাইভেট হাসপাতালে ভর্তির জন্য ঠিক করেছেন দশ লক্ষ টাকা
স্থানীয় সময় সোমবার দুপুর, ২৪/২/২৫ তারিখে মো: নাসির উদ্দিনের থেকে রোগীকে ভর্তির জন্য ৭ লাখ টাকা নিয়ে উধাও মো: আকাশ মোল্লা, স্থানীয় সূত্রে, আরও জানা যায়, বিবির পুকুর পাড় পূর্ব পাশে ক্ষুদ্র ব্যবসায়ী ( সানু টেলিকম) এর নিয়মিত কাস্টমার ছিলেন আকাশ মোল্লা, নগদ একাউন্টে লেনদেন করতো এই প্রতারক, নিজেকে ব্যবসায়ীর পরিচয় দিয়ে মন জয় করে হাতিয়ে নিয়েছে ২৫৫০০ টাকা ।
প্রতারককে ধরিয়ে দিতে পারলে যথাযথ পুরস্কারে পুরস্কৃত করা হবে, নাম = আকাশ মোল্লা, পিতা= আলম মোল্লা, মাতা = রুবি ঠিকানা = পাথরঘাটা কাকচিরা ১নং ওয়াড