উক্ত ইফতার ও দোয়া মাহফিলে অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষকগন উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যে থেকে একজন দোয়া মোনাজাত পরিচালনা করেন ।
এসময় উপস্থিত সাবেক ও বর্তমান ছাত্রগণ বলেন ভবিষ্যতে আরও বড় আকারে একটি ইফতার ও দোয়া মাহফিল করার পরিকল্পনা রয়েছে তাদের , যাতে করে নিজেদের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধন অটল থাকে , একে অপরের সু-সময়, দুঃসময় , পাশে থাকার ও আহ্বান জানান কেউ কেউ , এবং প্রতিবছর এরকম একটি সুন্দর আয়োজন করতে পারে , সে জন্য এ ব্যাপারে সকলের দৃষ্টি রাখার অনুরোধ জানান ।
আয়োজনে: বাঘিয়া আল-আমিন কামিল মাদ্রাসার সাবেক ও বর্তমান ছাত্রবৃন্দ ।