বরিশাল নগরীতে অতিরিক্ত মশার যন্ত্রনায় রিতিমত মানুষের ঘুম হারাম , এ যেন দেখার কেউ নেই ।
মৃধা রানা, স্টাফ রিপোর্টার
-
প্রকাশিতঃ
মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
-
৫৩
জন নিউজটি পড়েছেন
বরিশাল নগরীতে অতিরিক্ত মশার যন্ত্রনায় রিতিমত মানুষের ঘুম হারাম , এ যেন দেখার কেউ নেই ।
বরিশাল নগরীর মানুষের ঘুম হারাম! কারণ দিন রাত ২৪ ঘন্টাই মশারা দল বেঁধে আক্রমণ চালায়, এ যেনো মশাদের স্বাধীন আবাসভূমি ভূমি , শহরের আনাচে-কানাচে জমে থাকা পানি আর ঝোপঝাড়ে জন্ম নেওয়া এসব মশা এখন বরিশালের অঘোষিত নাগরিক।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বরিশাল সিটি করপোরেশন উন্নয়নের জোয়ারে ভাসলেও, সেই জোয়ারে মশার বংশবিস্তারই যেন বেশি হচ্ছে , মশা নিধনের নামে মাঝেমধ্যে কিছু ধোঁয়াশা তৈরি করা হয়, কিন্তু তাতে মশাদের নেশা ধরে আরও ক্ষিপ্র হয়ে ওঠে ,
শহরের সাধারণ জনগণ তাদের প্রতিরক্ষা কৌশল নিজেরাই বের করেছে , মশারি, কয়েল, ইলেকট্রিক ব্যাট, এবং সর্বোপরি, ধৈর্য , এক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের সিটি করপোরেশন এতই আন্তরিক যে তারা মশাদের বিলুপ্তি চায় না বরং মশাদের জন্য একটি আলাদা সিটি গঠনের চিন্তাভাবনা করছে বলে মনে হচ্ছে । অন্য এক বাসিন্দা বলেন,
বরিশাল এখন একমাত্র শহর, যেখানে আপনি ঘরের মধ্যে থেকেও জঙ্গল সাফারির অনুভূতি পাবেন ,মশার কামড়ের চোটে মানুষ মনে করে বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্পের অংশ হয়ে গেছি ।
বিশেষজ্ঞরা বলছেন, মশা দমন করতে পরিকল্পিত মশক নিধন কার্যক্রম চালানো দরকার, কিন্তু সেটা কবে হবে তা অনিশ্চিত।
এমতাবস্থায় বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছেন সাধারণ মানুষ, যাতে করে দ্রুত সময়ের ভিতরে এই জন ভোগান্তির থেকে মুক্ত পান নগরবাসী ।
Like this:
Like Loading...
Related
একুশে বিডি ডটকম এর জন্য সারাদেশে সংবাদ দাতা নিয়োগ চলছে
যোগাযোগঃ- 01773411136,01778927878 ekusheybd2021@gmail.com
আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
আরও পড়ুন