বাংলাদেশী ক্রেতা শুন্য কলকাতায় , শুধুই হাহাকার ।
মৃধা রানা, স্টাফ রিপোর্টার
-
প্রকাশিতঃ
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
-
৩২
জন নিউজটি পড়েছেন
বাংলাদেশী ক্রেতা শুন্য কলকাতায় , শুধুই হাহাকার ।
একসময় যেখানে কলকাতার আনাচে-কানাচে বাংলাদেশি পর্যটকদের সরব উপস্থিতি দেখা যেত, আজ সেখানে শুধুই হাহাকার। বাংলাদেশি পর্যটক কমে যাওয়ার কারণে বিপাকে পড়েছে কলকাতার হোটেল, রেস্তোরাঁ ও শপিং সেন্টারগুলো।
কেন এই পরিস্থিতি?
বাংলাদেশ থেকে কলকাতা ভ্রমণ সহজ এবং সাশ্রয়ী হওয়ায় বছরের বিভিন্ন সময়ে হাজার হাজার পর্যটক কলকাতায় আসতেন। কিন্তু সাম্প্রতিক ভিসা জটিলতা, এবং সীমান্ত পেরিয়ে আসার ক্ষেত্রে নতুন বিধিনিষেধের ফলে বাংলাদেশিদের কলকাতা ভ্রমণ কমে গেছে।
কলকাতার নিউ মার্কেট, হাতিবাগান, গড়িয়াহাটের ব্যবসায়ীরা বলছেন, আগে যেখানে দিনে শত শত বাংলাদেশি ক্রেতা আসতেন, এখন সেই সংখ্যা হাতেগোনা। বিশেষ করে পোশাক, ইলেকট্রনিকস ও কসমেটিক্সের ব্যবসায় ধস নেমেছে।
হোটেল ও রেস্তোরাঁ খাতেও প্রভাব
কলকাতার বিভিন্ন হোটেলের মালিকদের অভিযোগ, তাদের বুকিং প্রায় ৩০-৪০% কমে গেছে। দক্ষিণ কলকাতার একটি অভিজাত হোটেলের ম্যানেজার বললেন, “আগে আমাদের বেশির ভাগ অতিথি বাংলাদেশ থেকে আসতেন। এখন তাদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমেছে।”
রেস্তোরাঁ মালিকেরাও হতাশ। কলকাতার জনপ্রিয় বিরিয়ানি ও মিষ্টির দোকানগুলোয় আগে বাংলাদেশিদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। কিন্তু এখন তারা আসছেন কম, ফলে বিক্রিও কমে গেছে।
সমাধান কী?
বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা এবং মুদ্রা বিনিময় হার কিছুটা স্থিতিশীল থাকলে পরিস্থিতির উন্নতি হতে পারে। এছাড়া কলকাতার ব্যবসায়ীরা চাইছেন, দুই দেশের মধ্যে পর্যটনবান্ধব নীতি তৈরি হোক, যাতে বাংলাদেশি পর্যটকরা আবার আগের মতো সহজে আসতে পারেন।
এদিকে, কলকাতার স্থানীয় ব্যবসায়ীরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, “বাংলাদেশি পর্যটকরা আমাদের অর্থনীতির বড় চালিকা শক্তি। তাদের ফেরানোর উদ্যোগ নেওয়া জরুরি।”
কলকাতায় বাংলাদেশিদের সুনাম এবং কেনাকাটার প্রতি তাদের আগ্রহ নতুন নয়। তবে বর্তমানে যে সংকট তৈরি হয়েছে, সেটির দ্রুত সমাধান না হলে এই শহরের পর্যটন খাত আরও বড় ধাক্কা খেতে পারে।
Like this:
Like Loading...
Related
একুশে বিডি ডটকম এর জন্য সারাদেশে সংবাদ দাতা নিয়োগ চলছে
যোগাযোগঃ- 01773411136,01778927878 ekusheybd2021@gmail.com
আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
আরও পড়ুন