শেখ হাসিনার দুঃশাসন মুক্ত ঈদ : নতুন প্রত্যাশায় দেশবাসী ।
মৃধা রানা, স্টাফ রিপোর্টার
প্রকাশিতঃ
শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
৩৩
জন নিউজটি পড়েছেন
শেখ হাসিনার দুঃশাসন মুক্ত ঈদ : নতুন প্রত্যাশায় দেশবাসী ।
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলাদেশ দুঃশাসনের গ্লানি মুছে নতুন পথে এগিয়ে যাচ্ছে। এবারের ঈদুল ফিতর, যা দেশের মানুষের জন্য শুধু ধর্মীয় উৎসব নয়, বরং একটি নতুন স্বপ্নের সূচনা।
দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে ঈদের আনন্দের সঙ্গে রয়েছে এক নতুন আশার বাতাস। অতীতের ভয়ভীতি, দুর্নীতি, দমন-পীড়নের যুগ পেরিয়ে জনগণ এবার ঈদ উদযাপন করবে এক স্বাধীন, স্বতঃস্ফূর্ত পরিবেশে।
ঈদ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মহল এক শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশের আশা প্রকাশ করেছে। সাধারণ মানুষের প্রত্যাশা, এই পরিবর্তনের ধারাবাহিকতায় দেশ এগিয়ে যাবে সুশাসন, ন্যায়বিচার ও সমতার পথে।এবার ঈদে সত্যিকারের মুক্ত বাতাস বইবে। ভয়ভীতি, দমননীতি, দুঃশাসনের দিন শেষ হয়েছে। এখন আমরা নতুন করে বাঁচতে চাই।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঈদ কেবল একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও দুঃশাসন থেকে মুক্তির এক প্রতীক হয়ে উঠেছে। একাধিক বিশ্লেষক মনে করছেন, সামনে বাংলাদেশ একটি স্থিতিশীল ও উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।
দেশবাসী আশা করছে, এই নতুন স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় আগামী ঈদগুলো আরও আনন্দময় ও নিরাপদ হবে, যেখানে প্রত্যেক নাগরিক তার মৌলিক অধিকার ভোগ করতে পারবে।