শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদি আরবে আগামীকাল রবিবার (৩০ মার্চ ) ঈদুল ফিতর ।
মৃধা রানা, স্টাফ রিপোর্টার
-
প্রকাশিতঃ
শনিবার, ২৯ মার্চ, ২০২৫
-
২৮
জন নিউজটি পড়েছেন
শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদি আরবে আগামীকাল রবিবার (৩০ মার্চ ) ঈদুল ফিতর ।
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামীকাল রবিবার (৩০ মার্চ) মুসলমানদের অন্যতম বৃহৎ উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
সৌদি আরবের চাঁদ দেখা কমিটি শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার ঘোষণা দেয়। এর ফলে দেশটিতে পবিত্র রমজান মাস ২৯ দিনে সম্পন্ন হলো এবং আগামীকাল ঈদের নামাজ আদায় করা হবে।
সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদ উদযাপিত হয়। সে অনুযায়ী, বাংলাদেশে আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর পালিত হতে পারে। তবে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পরই তা নিশ্চিত হওয়া যাবে।
ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য এক আনন্দের দিন। এক মাস রোজা রাখার পর বিশ্ব মুসলিম সম্প্রদায় এই দিনটিকে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের সঙ্গে উদযাপন করে থাকে। ঈদ উপলক্ষে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে।
বাংলাদেশের চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে চাঁদ দেখার তথ্য জানানো হবে। যদি শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তবে রবিবার ঈদ উদযাপিত হবে, অন্যথায় সোমবার পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।
Like this:
Like Loading...
Related
একুশে বিডি ডটকম এর জন্য সারাদেশে সংবাদ দাতা নিয়োগ চলছে
যোগাযোগঃ- 01773411136,01778927878 ekusheybd2021@gmail.com
আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
আরও পড়ুন