কক্সবাজার সমুদ্র সৈকতের জনপ্রিয় স্পট সুগন্ধা পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের আনাগোনায় মুখর থাকে। ঈদের লম্বা ছুটির দ্বিতীয় দিন মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকে সৈকতের সুগন্ধাসহ সবকটি পয়েন্ট ছিল লোকে-লোকারণ্য। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে পর্যটকের আনাগোনা। যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ, যেন তিল ধারণের ঠাঁই নেই বিস্তৃত বালিয়াড়ি সৈকতের কোথাও। কারও মনে আনন্দ প্রথমবার সমুদ্র দেখার, আর কারও মনে আনন্দ নোনাজলের স্পর্শে।
ঈদের লম্বা ছুটিতে নীল জলের সঙ্গে মিতালি গড়তে লাখো পর্যটকের আনা-গোনা এখন কক্সবাজারে।
তপ্ত রোদেও সৈকতে ভ্রমণ পিপাসু মানুষের মনে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশে কমতি ছিল না। পর্যটকদেরর ঈদ আনন্দের উচ্ছ্বাসের কাছে যেন হার মেনেছে সাগরের উত্তাল ঢেউও।