বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বস। ২০২৫ সালের এই তালিকায় প্রযুক্তি খাতের ব্যক্তিদের আধিপত্য লক্ষ্য করা গেছে। তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন টেসলা ও স্পেসএক্সের সিইও এলন মাস্ক, যার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩৩.৯ বিলিয়ন মার্কিন ডলার।
প্রথম তিনে টেক জায়ান্টরা
ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, যার মোট সম্পদ ২৩৯.৪ বিলিয়ন ডলার। আর তৃতীয় স্থানে উঠে এসেছেন মেটার সিইও মার্ক জুকারবার্গ, যার সম্পদের পরিমাণ ২১৭.৭ বিলিয়ন ডলার। জুকারবার্গের এই উত্থানের ফলে ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন চতুর্থ স্থানে নেমে গেছেন।
নতুন মুখ ও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি
প্রযুক্তি শিল্পের আরও একজন বিশিষ্ট ব্যক্তি, এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং, প্রথমবারের মতো শীর্ষ ১০ ধনীর তালিকায় প্রবেশ করেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ও চিপ শিল্পে এনভিডিয়ার অগ্রগতির ফলে তার সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ১২০.২ বিলিয়ন ডলারে।
দেশভিত্তিক বিলিয়নিয়ারদের হিসাব
এবারের তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান শক্তিশালী হয়েছে, দেশটির ৮১৩ জন বিলিয়নিয়ার এই তালিকায় জায়গা পেয়েছেন। চীন ৪৭৩ জন বিলিয়নিয়ার নিয়ে দ্বিতীয় এবং ভারত ২০০ জন বিলিয়নিয়ার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
প্রযুক্তি খাতের আধিপত্য অব্যাহত
বিশ্লেষকদের মতে, প্রযুক্তি খাতের টেকসই প্রবৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্পেস এক্সপ্লোরেশনের মতো নতুন নতুন ক্ষেত্রের বিকাশের ফলে এই খাতের উদ্যোক্তারা দ্রুত সম্পদ বৃদ্ধি করতে সক্ষম হচ্ছেন। ২০২৫ সালের তালিকাও সেই প্রবণতারই প্রতিফলন ঘটিয়েছে।
বিশ্ব অর্থনীতিতে প্রযুক্তির প্রভাব বাড়তে থাকায় আগামী বছরগুলিতে আরও নতুন ধনী ব্যক্তিদের উঠে আসার সম্ভাবনা রয়েছে। তবে বৈশ্বিক মন্দা, বাজারের ওঠানামা ও বিনিয়োগকারীদের আস্থা এই প্রবৃদ্ধিকে কতটা প্রভাবিত করবে, সেটাই এখন দেখার বিষয়।