জাগো হে বিশ্ব বিবেক,
কেড়ে নাও ঘুমের ঢুলুনি,
রক্তমাখা শিশুর কান্না—
তোমাদের কানে কি পৌঁছায় না?
পবিত্র ভূমির আকাশ জ্বলে,
আগুন নামে ঘরেবাড়ি,
মায়ের কোলে শিশুর দেহ—
নিস্তব্ধ এক আগুনগাড়ি।
কারা ওদের স্বপ্ন কেড়ে
গুঁড়িয়ে দেয় বেঁচে থাকার অধিকার?
কে ওদের মুখে দিচ্ছে তালা,
কে বানালো ধ্বংসের সিঁড়ি পাথার?
শিশুর হাতে বই নয় কেন?
কেন বন্দুক, কেন পাথর?
তোমার চোখে পড়েনি বুঝি
কতটা ভয়ংকর?
শান্তির নাম বিক্রি করে
নিরপরাধের রক্ত ঝরে,
বুলেট বৃষ্টি নামিয়ে ওরা
গণকবরেই সুখ খোঁজে!
তবু ওরা যুদ্ধ করে,
তবু ওরা বাঁচতে চায়,
তবু ওরা ইতিহাসে—
স্বাধীনতার মশাল জ্বালায়!
ও বিশ্ব বিবেক, আর কতদিন
নীরবে দেখে যাবে খেলা?
কথায় নয়, অস্ত্র নয়,
মানবতাই হোক শেষ মেলা!
জাগো হে বিশ্ব বিবেক,
রুখে দাঁড়াও আজ!
অন্যায়ের এই কুয়াশা ছিঁড়ে
ফিলিস্তিনে আনো নতুন সাজ!