“বদলিজনিত বিদায় সংবর্ধনা: আবেগ, কৃতজ্ঞতা ও ভালবাসায় সিক্ত বিদায়ী অতিথি”
মোঃ জাহিদ সিকদার, ব্যবস্থাপনা সম্পাদক
প্রকাশিতঃ
বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
১৮৮
জন নিউজটি পড়েছেন
যেতে নাহি দিব হায় , তবু যেতে দিতে হয় , তবু চলে যায়…
তিন অক্ষরের ছোট্ট একটি শব্দ-বিদায়।
কিন্তু শব্দটির আপাদমস্তক বিষাদে ভরা। শব্দটি কানে আসতেই মনটা কেন যেন বিষণ্ণতায় ভরে ওঠে। আজ ০৯ এপ্রিল ২০২৫ খ্রিঃ রেঞ্জ কার্যালয় বরিশালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় জনাব কাজী মোঃ ছোয়াইব, পুলিশ সুপার, রেঞ্জ অফিস, বরিশাল মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলের বক্তব্যে বিদায়ী অতিথির বর্ণিল কর্মময় জীবনের প্রতিচ্ছবি প্রস্ফুটিত হয় এবং তিনি উপস্থিত সকলের ভালবাসায় সিক্ত হন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম মহোদয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ নাজিমুল হক সহ বরিশল রেঞ্জ কার্যালয়, বরিশালের সকল পদমর্যাদার অফিসার, ফোর্স ও সিভিল স্টাফগণ।