বাবুগঞ্জ থানা কেদারপুর ইউনিয়নে বাচ্চাদের ম্যাচের আগুনে বসতবাড়ির ও গরুর ফার্ম এবং খড়কুটা পুড়ে গেছে।
মোঃ আল-আমিন, স্টাফ রিপোর্টার
প্রকাশিতঃ
শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
৪৬
জন নিউজটি পড়েছেন
বাবুগঞ্জ থানা কেদারপুর ইউনিয়ন পশ্চিম ভূতের দিয়া বেলতলা হাওলাদার বাড়ি সংলগ্ন এক বসতবাড়ি গুরুর ফার্ম ও খড়কুটা ভয়াবহ আগুন লেগে পুরে শেষ এতে ক্ষয় ক্ষতির পরিমান ৫০/৬০ হাজার টাকার মতো এতে দরিদ্র সুমেনর জন্য বড়ো ধাক্কা।
আজ ১১/০৪/২০২৫ বিকাল ৪.৩০ মিনিটে ছোটো ছোটো তিনটা বাচ্ছা ছেলে মেয়ে যাদের বয়স ৬/৭ হবে ম্যাচ দিয়ে খেলনা করতে গিয়ে খড়কুটায় আগুন ধরিয়ে দেয় যা পরে ভয়াবহ রুপ নেয় এবং পুরে সব শেষ হয়ে যায় এ অবস্থায় সমজের লোক জন ঝাঁপিয়ে পড়ে আগুন নিয়ন্ত্রণ আনে এবং উদ্ধার করে দুটি লাক্ষ টাকার গরু তবে তিনটি খড়কুটার উদ্ধার করা যায়নি।
তবে সমাজের ছোটো ছেলে মেয়েদের আগুন নিয়ে খেলা করা দেওয়া উচিত নয় এ বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।