বরিশাল মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে তারিকুল ইসলাম ঝুনুকে দেখতে চান স্থানীয় নেতাকর্মীরা
মৃধা রানা , রিপোর্টার একুশে বিডি
-
প্রকাশিতঃ
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
-
৪১
জন নিউজটি পড়েছেন
(ছাত্রজীবন থেকে দলের রাজনীতিতে যুক্ত, হামলা-মামলা সহ্য করেও রাজনীতি থেকে সরে যাননি ঝুনু)

বরিশাল প্রতিনিধি:
বরিশাল মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটিতে ত্যাগী নেতা তারিকুল ইসলাম ঝুনুকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান এলাকার বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ। দলীয় নেতাকর্মীদের দাবি—ঝুনু শুধু নামেই নয়, কাজে প্রমাণ দিয়েছেন তিনি একজন নিবেদিতপ্রাণ জাতীয়তাবাদী।

তারিকুল ইসলাম ঝুনু ছাত্রজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও পরবর্তীতে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দলীয় দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলেন এই নেতা। স্থানীয়রা জানান, বিগত ১৬ বছরে তিনি একাধিকবার হামলা-মামলার শিকার হয়েছেন। দীর্ঘ সময় কারাভোগ করেছেন মিথ্যা মামলায়। তবু দলের প্রতি তাঁর আনুগত্য ও ভালোবাসা কমেনি।
ওয়ার্ডের একাধিক বিএনপি কর্মীরা জানান, ঝুনু ভাই সবসময় কর্মীদের পাশে ছিলেন। দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়িয়েছেন ব্যক্তিগত অর্থে, সময় দিয়ে, ভালোবাসা দিয়ে।
“ঝুনু ভাই একজন আদর্শবান নেতা। স্বৈরাচারী আওয়ামী সরকারের ১৬ বছরের দুঃশাসনে তিনি বারবার নির্যাতনের শিকার হয়েছেন। দলের দুর্দিনে মাঠে থেকে নেতৃত্ব দিয়েছেন। এমন একজনকেই আমরা নেতৃত্বে চাই।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই ঝুনুকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চেয়ে পোস্ট দেওয়া হচ্ছে। ফেসবুকে ভাইরাল হয়েছে তার সমর্থনে নানা পোস্ট ও মন্তব্য। এতে করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তাকে নিয়ে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে তারিকুল ইসলাম ঝুনু বলেন,
“বাংলাদেশের সাধারণ মানুষ গত ১৬ বছর ধরে নির্যাতন, নিপীড়ন সহ্য করেছে। আল্লাহর রহমতে এখন পরিবর্তনের সময় এসেছে। আমি চাই তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়ে উঠুক, যেখানে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে।”

তিনি আরও বলেন,
“আমি বরিশালবাসীর কাছে দোয়া চাই, যাতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং মহানগর বিএনপি সুন্দর নেতৃত্বে এগিয়ে যেতে পারে।”
নাম প্রকাশে অনিচ্ছুক বরিশাল মহানগর বিএনপির এক সিনিয়র নেতা বলেন,
“দলের কঠিন সময়ে যারা জীবন বাজি রেখে মাঠে ছিল, তারাই প্রকৃত নেতা। আগামীতেও তাদেরকে উপযুক্ত সম্মান ও দায়িত্ব দেওয়া হবে।”
নেতাকর্মীদের প্রত্যাশা—৪ নম্বর ওয়ার্ডে তারিকুল ইসলাম ঝুনুর মতো ত্যাগী ও অভিজ্ঞ নেতার নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে।
Like this:
Like Loading...
Related
একুশে বিডি ডটকম এর জন্য সারাদেশে সংবাদ দাতা নিয়োগ চলছে
যোগাযোগঃ- 01773411136,01778927878 ekusheybd2021@gmail.com
আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
আরও পড়ুন