★বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুনহাট বাজারে শ্যামল চৌকিদারের মুদি-মনোহারি একটি দোকানের টিনের চালা কেটে ভিতরে ঢুকে মোটা অঙ্কের টাকা পয়সা নিয়ে গেছে চোরেরা।
৪ মে (রোববার) আনুমানিক মধ্য রাতে চোরেরা সংগঠিত হয়ে পরিকল্পিতভাবে ওই চুরির ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক ধারণা স্থানীয় দোকানদারসহ চুরি হওয়া দোকান মালিকের।
শ্যামল চৌকিদার জানান, শনিবার দোকানের বেচা-বিক্রি সেরে রাত দশটার দিকে বাসায় যান। পরদিন রোববার সকালে দোকানের ভিতরে ঢুকে কিছু মালা মাল এলোমেলো দেখে দোকানে চুরির বিষয় বুঝতে পারেন। তবে স্থানীয় ওই বাজারে প্রতিদিনের ন্যায় ৪ জন পাহারাদার থাকলেও কিভাবে চুরি সংঘটিত হলো? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে।